ক্ষুদে বুক রিভিউ (স্পয়লার ফ্রি) – ২



দ্যা ভিঞ্ছি কোড- ড্যান ব্রাউন

এই বইয়ের রিভিউ লিখার সাধ্য আমার নাই। এক কথায় বলব পড়ে ফেলুন। এডভেঞ্চারপ্রিয় পাঠকদের জন্য অবশ্যপাঠ্য। সবচেয়ে বড় কথা, এই বইটাতে একটা গল্পের মাধ্যমে ইতিহাস জানবেন। এই বইয়ের প্রধান চরিত্র ল্যাংডন, এই নামের সিরিজের দ্বীতিয় বই এটি। বেস্টসেলার। এখানে হলি গ্রেইল আর ক্রীষ্টান ধর্মের অন্ধকার দিকগুলোও জানতে পারবেন। আরো জানবেন, যীশু সংক্রান্ত অনেক কথা।

রেটিংঃ ১০/১০

Comments