ক্ষুদে বুক রিভিউ (স্পয়লার ফ্রি) – ১
জ্যোৎস্নায় বর্ষার মেঘ - সমরেশ মজুমদার
একজন নারী সারা
পৃথিবীকে ঘৃনা করার হাজারো কারন থাকা সত্ত্বেও তা না করে কিভাবে এগিয়ে যান , এটা তারই
গল্প। গল্পে একজন প্রেমিক আছেন, স্বপ্নেন্দু। আমি জানি না তিনি আদর্শ প্রেমিক কি নন,
কিন্তু যেকোনো প্রেমিকই তার মতোন নিস্বার্থ প্রেমিক হতে চাইবে। বইটা পড়ার পরও রেশ থেকে
যাবে অনেকদিন। লেখকের আরেকটা বই পড়ে জেনেছি এটা বাস্তব একটা গল্প, লেখকেরই একজন সহকর্মীর
জীবনঘটনা।
রেটিংঃ ৮/১০
Comments
Post a Comment